অশান্ত হয়ে আছে বঙ্গোবসাগর । হাতে সময় খুবই কম, প্রচন্ড বেগে ধেয়ে আসতেছে ঘূর্ণিঝর ‘নিভার’। এই সাইক্লোনটি প্রচন্ড বেগে আচরে পরবে তীরে। ভারতের আবহাওয়া অফিসের বরাতে ইন্ডিয়ান এক্সেপ্রেসের খবরে জানিয়েছেন ‘সাইক্লোন নিভার’ তাণ্ডব চালাবে শ্রীলঙ্কা, তামিলনাড়ু ও পুদুচেরিতে।

সর্বশেষ , বঙ্গোবসাগরের দক্ষিণে সৃষ্টি হয়েছে গভীর নিম্মচাপ। আর এই গভীর নিম্নাচাপের অবস্থান চেন্নাই থেকে ৬৩০ কিমি দক্ষিণ-পূর্বে। নিম্নচাপটি দুদিনের মধ্য সাইক্লোনে রূপ নেবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই বুধবার মধ্য ভারতের তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। গত মে মাসে সাইক্লোন আমফানের পর এবছর এটি দ্বিতীয় সাইক্লোন যা বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে।

ইরানের নামকরণের কারণে এবার ঘূর্ণিঝড়ের নাম ‘নিভার’। দেশটির আবহাওয়া অফিস জানান,যত ঘূর্ণিঝড় এগিয়ে আসবে তত তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্র উপকূলে ঝোড়ো বাতাস, বৃষ্টি শুরু হবে। এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারিসহ মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।