• ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু ফিলিস্তিনি।শরণার্থী শিবিরের ভেতরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ১২টি বাড়ি লক্ষ্য করে এই হামলা চালায় ইসরাইল।মঙ্গলবার (১৪ নভেম্বর ২০২৩) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, শরণার্থী শিবিরের ভেতরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় ১২টি বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে আর এতেই এই প্রাণহানির ঘটনা ঘটে।