কোন  ধরণের শিল্প কর্মের জন্য নয়, বরং পরিবেশকে দূষণমুক্ত রাখা। তাই তো নেপাল শিল্পের মাধ্যমে মাউন্ট এভারেস্টকে আবর্জনা মুক্ত রাখার  প্রকল্প হাতে নিয়েছে।

প্রতি বছর হাজার হাজার পর্বতারোহীরা মাউন্ট এভারেস্ট জয় করতেন। আর তাদের ফেলে রাখা খাবার, প্লাস্টিকসহ বিভিন্ন ময়লা-আবর্জনায় এভারেস্টের পরিবেশ নষ্ট হচ্ছে। তাই  নেপাল এবার এভারেস্টের পরিবেশ দুষণ মুক্ত রাখতে পদক্ষেপ হাতে নিয়েছে।

শুধু ময়লা-আবর্জনা পরিস্কা নয়, সাথে পর্বতারোহীদের ফেলে আসা বিভিন্ন জিনিস দিয়ে  এভারেস্টকে সাজানোর। এই কাজের দায়িত্বে থাকা টমি গুস্তাফসন জানান, এই কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিদেশী শিল্পীদের সহযোগীতা নেয়া হবে।  এখানে একটি সংগ্রহশালা স্থাপন করার চিন্তাও করছেন তারা।

তবে এই শিল্প কারুকার্যের প্রকল্প করার পূর্বে আরও একটি  প্রকল্প বাস্তবায়ন করতে হবে বলে মনে করছেন নেপাল। তাদের  এই প্রকল্পটি হলো প্রত্যেক পর্বতারোহীকে বলা হবে পর্বত থেকে ফেরার পথে তারা যেন কম হলেও ১কেজি করে বর্জ্য ফেরত নিয়ে আসে। গবেষকরা মনে করছেন, যদি অভিযাত্রীরা এই প্রকল্পে সহযোগীতা করেন তাহলে এভারেস্টের পরিবেশকে রক্ষা করা সম্ভব।

 

দেশ-ইনসাইডার/এ.আর