আজ (১১ অক্টোবর ২০২৩) মধ্যরাত থেকে ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে।
বুধবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় নির্ধারণ করা হয়েছে।এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন,মজুত,বাজারজাতকরণ, ক্রায়-বিক্রয় ও বিনিময় দণ্ডনীয় অপরাধ।আইন অমান্যকারী এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।ইলিশ আহরণে বিরত থাকার সময় জেলেদের খাদ্য সহায়তা দেবে ভিজিএফ।