‘উপকূলে বাঁচি, উপকূল বাঁচাই’ স্লোগানে একটি অরাজনৈতিক, ক্রিড়া ও সেচ্ছাসেবী কাজে উপকূলীয় মানুষের জীবনমান উন্নত করার উদ্দেশ্যে কোস্টাল ইয়ুথ এসোসিয়েশন রাঙ্গাবালী নামে সেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫ টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তন কক্ষে মতবিনিময়সভা শেষে সংগঠন পরিচালনায় ৩০ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। উপকূলের প্রাথমিক নয়টি সমস্যা নিরসনে কাজ করবে সেচ্ছাসেবী সংগঠনটি। সভায় সর্বসম্মতিক্রমে নির্বাহী কমিটিতে ইমরোজ মাহমুদ রুদ্র সভাপতি ও মাহমুদ হাসানকে সাধারন সম্পাদক করা হয়। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি তরিকুল ইসলাম,খালিদ মাহমুদ রমিও, যুগ্ম-সাধারন সম্পাদক মো. নোমান, মুহাম্মদ সালাউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রওনোক হাসান রেদোয়ান, দপ্তর সম্পাদক মো. নবীন মল্লিক, অর্থ বিষয়ক সম্পাদক মো. তরিকুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক রুবেল আল খান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রিফাত মাহামুদ, পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদ আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহিন, মহিলা বিষয়ক সম্পাদক নাজিয়া মাহমুদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ইফতি ইসলাম নবীন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম (নয়ন), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সমির, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নিশাত হোসেন প্রবীণ, শিক্ষা বিষয়ক সম্পাদক ফাহিম, সদস্য বনি ইয়ামিন,তামিম হোসাইন, মো. ইকরাম, ফারহানা প্রাপ্তি, নাজমুল হোসাইন, মুশফিকুর রহমান তিসাম,পারভেজ হাওলাদার, তাজবিদ শিকদার, বিপ্লব মাহমুদ ও মো. ওবাইদুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী ইয়ুথ ফোরাম নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, রায়হান আহম্মেদ ও আবু আফফান প্রমুখ।