জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে একটি এফ-১৫ যুদ্ধবিমান নিয়মিত মহড়ার সময় সোমবার দুই পাইলটসহ নিখোঁজ হয়েছে। এতে বলা হয়, মধ্যাঞ্চলীয় ইশিকাওয়া প্রদেশে কোমাৎসু বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর জাপান বিমানবাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানটি রাডারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

A Japanese Air Self Defence Force F-15 fighter jet
(REUTERS)

সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় যুদ্ধবিমানটির অবস্থান ছিল জাপান সাগরের ওপরে।জাপানের বিমানবাহিনী সূত্রে জানানো হয়েছে, জাপান সাগরের যে অংশে বিমানটি নিখোঁজ হয়েছে, সেখানে পানির ওপর ভাসমান কিছু বস্তু দেখা গেছে।