আজ ৩ ডিসেম্বর পর্দা উঠছে জনপ্রিয় টিভি – ওয়েব সিরিজ Money Heist এর সিজন ৫ এর পার্ট ২ এর।

পার্ট ১ এর দুর্দান্ত যুদ্ধে টোকিও কে হারিয়ে দর্শকরা আশানিয়ে আছেন কি হবে পার্ট ২ তে তা জানতে। প্রফেসর কী পারবেন সবাইকে বের করে নিয়ে আসতে? নাকি নিজেই ছলে যবেন যুদ্ধ ময়দানে? আর্তুরো কি এবার মারা যাবে নাকি আগেকার মতই সবাইকে বিরক্তির শীর্ষ পর্যায়ে নিয়ে যাবে? সিয়েরা কী করবে যোগ হবে হাইস্টে? রিজার্ভ সোনা কী রিজার্ভ ই থেকে যাবে নাকি  বের করে নিয়ে আসতে পারবে ডাকাত দল?

সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ বাংলাদেশ সময় দুপুর ১:৪৫ মিনিটে নেটফ্লিক্সে ।