ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রবিউল আউয়াল তথা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (ﷺ) ১৪৪৩ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে অর্ধ-মাসব্যাপী ইসলামি বই মেলা।
মেলায় পবিত্র কোরআন-এর অনুবাদ, তাফসির, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশনসহ প্রায় সব স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কোরআন-এর অনুবাদ, তাফসির, হাদিসসহ বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ বিক্রয় করা হচ্ছে।
এবার মেলায় ৬২টি ইসলামি প্রকাশনা অংশগ্রহণ করেছে। পাঠকদের সুবিধার্থে স্টল ভিত্তিক কিছু প্রকাশনী সমূহের তালিকা নিচে দেয়া হলোঃ
এদিকে ইসলামিক ফাউন্ডেশন মেলা উপলক্ষে বরাবরের মতো এ বছর প্রতিটি বই ৩৫% কমিশনে বই বিক্রি করছে। তবে বিশেষ কিছু বইয়ে ৫০% থেকে ৭০% কমিশনেও বই বিক্রি করছে ইসলামিক ফাউন্ডেশন।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত।
১৯ অক্টোবর বাদ মাগরিব বায়তুল মোকাররমের এই বইমেলা শুরু হয় যা চলবে ৩ নভেম্বর পর্যন্ত।
ছবিঃ ওহী