ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রবিউল আউয়াল তথা পবিত্র  ঈদ-ই-মিলাদুন্নবী (ﷺ)  ১৪৪৩ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে অর্ধ-মাসব্যাপী ইসলামি বই মেলা।

মেলায় পবিত্র কোরআন-এর অনুবাদ, তাফসির, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশনসহ প্রায় সব স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কোরআন-এর অনুবাদ, তাফসির, হাদিসসহ বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ বিক্রয় করা হচ্ছে।

এবার মেলায় ৬২টি ইসলামি প্রকাশনা অংশগ্রহণ করেছে। পাঠকদের সুবিধার্থে স্টল ভিত্তিক কিছু প্রকাশনী সমূহের তালিকা নিচে দেয়া হলোঃ

৯-১০ আয়ান
১১-১২ সন্দীপন
১৭-১৮ মাকতাবাতুল হাসান
১৯-২০ দারুসসালাম
২১-২২ মাকতাবাতুল ফুরকান
২৮-৩০ সমকালীন
৪২-৪৩ হাসানাহ, কালান্তর, পথিক, রুহামা, চেতনা
৪৪-৪৫ সমর্পণ, সত্যায়ন, ইলমহাউজ, বায়ান, রেইনড্রপস, বুকমার্ক
৪৮ আযান, আলোকিত
৫১-৫২ গার্ডিয়ান
৫৭-৫৮ মুহাম্মাদ, নাশাত, দ্বীন পাবলিকেশন
৫৯ শিশু কানন
৬০ বিসিও বুকস
৬১-৬২ সিয়ান

এদিকে ইসলামিক ফাউন্ডেশন মেলা উপলক্ষে বরাবরের মতো এ বছর প্রতিটি বই ৩৫% কমিশনে বই বিক্রি করছে। তবে বিশেষ কিছু বইয়ে ৫০% থেকে ৭০% কমিশনেও বই বিক্রি করছে ইসলামিক ফাউন্ডেশন।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত।

১৯ অক্টোবর বাদ মাগরিব বায়তুল মোকাররমের এই বইমেলা শুরু হয় যা চলবে ৩ নভেম্বর পর্যন্ত।

ছবিঃ ওহী