সিনেমার গল্পে যেভাবে দেখা যায় প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমি আত্মসাতের দৃশ্য। ঠিক এমনই এক ব্যাক্তির দেখা মিলেছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় , তার নাম পারভিন আক্তার পারুল। ভূমি আত্মসাতকারী হিসেবে সবাই তাকে চেনে। ভূমি আত্মসাতের কাজে তিনি ব্যবহার করেন হয়রানি মূলক মিথ্যা মামলা এবং মৃত্যুর হুমকি। এলাকার নিরীহ টাইপের মানুষই থাকে তার লক্ষ্য। তার ভূমি আত্মসাতে বাঁধা দিলে হতে হয় হয়রানি মূলক মিথ্যা মামলার আসামি।
এমন কিছু ভুক্তভোগী পরিবার ৩১ সে আগষ্ট ২০২১ রোজ মঙ্গলবার ভূমি দস্যু পারভিন আক্তার পারুলের বিরুদ্ধে মানববন্ধন করেছেন। মানববন্ধনকারীরা বলেন আমাদের চার প্রজন্ম ধরে ভোগ করে আসা বৈধ জমিতে আমরা চাষাবাদ করাতে পারছিনা। আমাদের হূমকি দেওয়া হচ্ছে আমরা যেন চাষাবাদ না করি কিন্তু আমাদের আয়ের উৎস এক মাত্র এই জমি। স্থানীয় ট্রেক্টার চালদেরকেও হুমকি দেওয়া হচ্ছে যাতে তারা জমি চাষ না করে দেয়।

ভূমি দস্যু পারুর থেকে জমি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
ভুক্তভোগী মোঃ মিরাজ মুন্সি বলেন আমাদের সব বৈধ কাগজপত্র থাকতেও আমরা জমি চাষ করাতে পারছিনা এবং আমাদেরকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। তিনি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন আমরা আমাদের জমিতে চাষাবাদ করতে চাই এবং হয়রানির বিচার চাই। ভুক্তভোগী পরিবারের সাথে ছিলেন একালাবাসীরাও । তারা সবাই জানান তারা ভূমি দস্যু পারুর থেকে মুক্তি চায় এবং তারা কেউ ভুমি দস্যু পারুর পরবর্তী লক্ষ্য হতে চায় না।