বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিশেষভাবে অনুমতি নিয়ে  চালু হচ্ছে ঢাকা-গুয়াংজু রুটে বিশেষ বিমান ।

ঢাকা-গুয়াংজু রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। শনিবার (২৪ এপ্রিল) থেকে এই ফ্লাইট শুরু হবে। বর্তমানে কোভিড -১৯ কালীন সময়ে সকল ধরনের স্বাস্থবিধি পরিপালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে দুবাই, দোহা, মাস্কাট ও সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইট পরিচালনা করছে।

বাংলাদেশ থেকে এখন ছয়টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলবে জানিয়ে তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই গন্তব্যগুলোতে এখন থেকে ট্রানজিট যাত্রীরাও চলাচল করতে পারবেন। তবে প্রবাসী কর্মীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে দুবাই, দোহা, মাস্কাট ও সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইট পরিচালনা করছে। স্বাস্থ্যবিধি মতে বিদেশ গমনেচ্ছু সকল যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বিদেশ থেকে আগমনী যাত্রীদের সকলের জন্য নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন অথবা হোটেলে অবস্থান করতে বলা হয়েছে।

প্রতি শনিবার রাত ১০ টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটে গুয়াংজুতে পৌঁছাবে। আবার প্রতি রবিবার ভোর ৫টায় গুয়াংজু থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সকাল ৭ টায় ঢাকায় অবতরন করবে।

ঢাকা-গুয়াংজু–ঢাকাসহ যেকোনো স্পেশাল ফ্লাইট সম্পর্কে তথ্য জানতে ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে

যোগাযোগ করতে বলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া প্রতিষ্ঠানটির যেকোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ যেকানো ট্রাভেলে এজেন্সিতে যোগাযোগ করতে বলা হয়েছে।