বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, বাংলাদেশের মানুষ এখন এক অত্যাচারী শাসকের বর্বর শাসনে কাতরাচ্ছে ।
তিনি বলেন, ‘সরকার সারাদেশকে নরকপুরীতে পরিণত করেছে। বুধবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে ফখরুল এই মন্তব্য করেন। ফখরুল আরও বলেন ‘জবাবদিহিতাহীন সরকারের প্রতিদিন প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ আতঙ্কিত। এই পবিত্র মাহে রমজানেও আওয়ামী সরকারের দানবীয় মূর্তি যেন আরও বিকট আকার ধারণ করেছে। ভোটারবিহীন সরকার দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধারাবাহিকভাবে গ্রেফতার করছে।
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশের সাঁড়াশি অভিযান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মনির হোসেন ও থানা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিনকে গ্রেফতারসহ দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি গ্রেপ্তার অভিযান ও জুলুম-নির্যাতনের ঘটনা সরকারের দানবীয় মূর্তিরই নগ্ন বহিঃপ্রকাশ।
অবিলম্বে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক মনির হোসেন ও থানা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
দেশের বিভিন্ন অঞ্চলে বিয়ানপির নেতাকর্মীদের প্রশাসনিক হয়রানি ও সহযোগি অঙনসংগঠন গুলো মিথ্যে মামলা ও হয়রানির শিকার বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।