অফিসের কাজের ব্যস্ততায় সাধারনত ছুটি খুব কমই দিয়ে থাকে। কিন্তু বিয়ে করলেই ৮ দিন টানা সবেতন ছুটি। অফিসের এই সুবিধা উপভোগ করতে একই মহিলাকে ৩ বার ডিভোর্স এবং পর পর ৪ বার বিয়ে এবং করলেন এক ব্যক্তি!
তাইওয়ানের তাইপেতে অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে । নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি তাইপের এক ব্যাংক কর্মী। সেই ব্যাংকের নিয়মই হল কোনও কর্মী বিয়ে করলে টানা ৮ দিন সবেতন ছুটি পাবেন।
গত বছর ৬ এপ্রিল ওই ব্যক্তি প্রথম বিয়ে করেন। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী এর জন্য তিনি ৮ দিন টানা ছুটি পান। তারপর তিনি আরও দীর্ঘমেয়াদী ছুটির জন্য ৮ দিন পরই স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন। পর দিন ফের সেই মহিলাকেই বিয়ে করেন। এই ভাবে একই মহিলাকে তিনি ৪ বার বিয়ে করেন এবং ৩ বার ডিভোর্স দেন। এর ফলে মোট ৩২ দিন টানা ছুটি কাটানোর কথা তাঁর। কিন্তু ব্যাংক তার অভিসন্ধি বুঝে যাওয়ার কারণে ব্যাংক তাঁকে বাড়তি ছুটি দেয়নি। মূলত ওই ব্যক্তির দ্বিতীয় বিয়ে থেকেই তাঁর ছক ধরে ফেলেছিলেন ব্যাংক কর্তৃপক্ষ। তা সত্ত্বেও তিনি প্রতি বার বিয়ে করেছেন এবং ব্যাংকের কাছে ছুটির আবেদন করে গিয়েছেন।
চতুর্থ বার বিয়ের পরও ব্যাংক তাঁর আবেদন মঞ্জুর না করলে তিনি আইনের দ্বারস্থ হন। আইন ভাঙার জন্য ওই ব্যা্ংকের ৫২ হাজার ৮০০ টাকা জরিমানা হয়। জরিমানার বিরুদ্ধে ব্যাংকও মামলা করে। কিন্তু ওই ব্যক্তি ইচ্ছাকৃত এই কাজ করলেও তিনি আইন ভাঙেননি বলে জানিয়েছে আদালত। সে কারণে বদলানো হয়নি জরিমানা।