১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের হুশিয়ারি থাকলেও জনসাধারন মানছে না এই লকডাউন।

১ম রমজানে নামাজ ও ইফতার ব্যাস্ততায় শহরের বিভিন্ন জায়গায় প্রচুর মানুষের সমাগোম দেখা যায় । রাজধানির মিরপুর এলাকায় প্রশাসনিক করা হুশিয়ারি থাকলেও বৈধ পাশ ছারাই বাইরে বের হচ্ছে সবাই।

ইফতার মার্কেট থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের দোকান অতি তৎপরতার সাথে চলছে । বৈধ পাশ ব্যাতিত কেউই বাইরে বের হতে পারবে না বলে প্রশাসন জানান এবং কঠোর লকডাউনের বাস্তবায়নে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের টহল বিদ্যমান থাকায় লকডাউন সুনিশ্চিত হলেও রাজধানির মিরপুর সহ বিভিন্ন এলাকায় এরকম কোন পরিস্থিতি দেখা যায়নি।