কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। বাংলাদেশে টিভি সিরিয়ালের চাহিদাটা হারিয়ে গিয়েছিল ,কাজল আরিফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমেই দর্শক পুনুরায় সিরিয়াল নাটকে মন বসায়। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় । ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে ব্যাচেলর পয়েন্ট মিলিয়ন মিলিয়ন দর্শক উপভোগ করত ।
দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয় সিরিয়ালটির দ্বিতীয় ও তৃতীয় সিজন। ১৩ এপ্রিল ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই সিরিয়ালের শেষ পর্ব ৭৯। শেষ লগ্নে কাবিলাকে গ্রেপ্তার করে পুলিশ। এভাবে শেষ হওয়ায় আবেগে ভাসছেন দর্শকরা। কেউ কেউ তার মুক্তি দাবি করেছেন। পাশাপাশি নতুন সিজন নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা। দর্শক কোন ভাবেই চাইতেছে না ব্যাচেলর পয়েন্ট শেষ হোক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক দর্শক পরিচালক কাজল আরেফিন অমির কাছে সিরিয়ালটির ৪র্থ সিজন দ্রুত নিয়ে আসার জন্য আবেদন করেন।
পরিচালক কাজল আরেফিন অমি বলেন বলেন, ‘মানুষ এই সিরিয়ালের কারণে আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তা কখনোই ভুলবো না। লাখ লাখ দর্শকের কাছে কৃতজ্ঞতা। যারা সবসময় ‘ব্যাচেলর পয়েন্ট’ সাপোর্ট করেছেন, আমাদের আপন করে নিয়েছেন।’ ৪র্থ সিজন নিয়ে এখনো কিছু ভাবিনি। যদি জীবিত থাকি অবশ্যই ব্যাচেলরদের পরে কী হয় তা দেখাবো।
ব্যাচেলর পয়েন্টের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, শামীম হাসান, চাষি আলম, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিয়া শাহরিন, আবদুল্লাহ রানা, পাভেল, মুসাফির বাচ্চু, শিমুল শর্মা প্রমুখ।