গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে ভাইরাসটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮২২ জনে। সাথে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২০১ জন। এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন। স্বাস্থ্য অধিদফতর থেকে সোমবার (১১ এপ্রিল) পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৫২৩ জন। বর্তমানে দেশে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮১ হাজার ১১৩ জন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা সাড়ে ২৯ লাখে পৌঁছেছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৯১ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩১ হাজার মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী,আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৬২০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩৮ লাখ ২০ হাজার ৪৫৩ জন।
বর্তমান বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৫৯১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৫ হাজার ৮২৯ জন।
বাংলাদেশে দিন দিন করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় ১৪ তারিখ থেকে আরও ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার