হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মহাসচিব সহ ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ( BFIU ) ব্যাংকগুলকে আজকের মধ্যেই সকল তথ্য জানাতে বলা হয়েছে ।
গত বৃহস্পতিবার তাদের একাউন্টে মোদি বিরোধী আন্দোলনের পর কত টাকা লেনদেন হয়েছে তা তলব করতেই বাংলাদেশ হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূর হোসাইন কাশেমী ও আমির মামুনুল হকের ব্যাংকিং তথ্য তলব সরকারি একটি সংস্থা চাহিদার প্রেক্ষিতে এই হিসাব তলব করা হয় । এছারাও চরমনাই পীর সাহেব রেজাউল করীম সহ জেলা পর্যায়ের আরও ৫০ জন নেতাদের হিসাব তলব করা হয়।
সরকারি সংস্থা জানায় মোদী বিরোধি আন্দলনের পর তাদের ব্যাংকের স্বাভাবিক লেনদেন যাচাই করতেই এটা করা হয়।