বাংলাদেশ সময় রাত ১.০০ টায় শুরু হয়ে গেছে ফুটবল ইতিহাসের চরম প্রতিদন্ধী দুটি দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মুখমুখি লরাই ।
লা লিগার আজকের ম্যাচ নিয়ে দুই দলের ফ্যানদের মধ্যেই টান টান উত্তেজনা বইছে । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে বইছে ফ্যানদের লরাই যুদ্ধ ।
ম্যাচের শুরু হতে না হতেই রিয়ালের পক্ষে বেনজেমার গোল।
১৪ মিনিটের খেলায় রিয়াল মাদ্রিদ ১ , বার্সেলনা ০ ।
বেনজেমা ১৪”