১১ এপ্রিল রোববার স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা  বলেন  করোনা পজিটিভ হয়েছেন, এ বিষয়ে আমাদের কাছে কাগজপত্র আছে।  বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও দল কিছুই জানে না বলে ।

তবে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্টটি এরইমধ্যে সময় সংবাদের হাতে এসে পৌঁছেছে।

কয়েক দিন ধরে খালেদা জিয়া জ্বরে ভুগছেন। করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় পূর্ব সতর্কতা হিসেবে এদিন দুপুরে গুলশানের বাসভবন থেকে তার নমুনা নেওয়া হয়।  বেসরকারি ল্যাবএইড হাসপাতালের টেকনোলজিস্ট মো. সবুজ খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন।  খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুনও এ সময় উপস্থিত ছিলেন।

বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক বাদে অন্য কেউ দেখা করতে পারেন না।