রাঙ্গাবালীতে নারী নির্যাতন প্রতিরোধে সভা অনুষ্ঠিত নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সভা করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় রাঙ্গাবালী থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘কমিউনিটি সচেতনতামূলক সভা’ শীর্ষক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এতে বক্তব্য রাখেন, রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান, ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান ও ছোট বাইশদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবিএম আব্দুল মান্নান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী প্রমুখ।
এসময় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয় আলোচনা করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি নিয়ে কথা বলেন। সেই সঙ্গে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সর্বসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান তারা।