বলিউড তারকা রণবীর কাপুর অসুস্থ। পরিবার অসুস্থতার খবর নিশ্চিত করলেও তার কী হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রণবীরের। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি এখনও।

তবে ভাইপোর অসুস্থতার কথা স্বীকার করেছেন কাকা রণধীর কাপুর।

কিন্তু কী হয়েছে, সে ব্যাপারে কিছু জানাননি বর্ষীয়ান এ অভিনেতা। তিনি আপাতত শহরে নেই, তাই সঠিক খবর দিতে পারবেন না বলেই জানিয়েছেন।

কয়েক মাস আগে রণবীরের মা অভিনেত্রী নীতু কাপুর কোভিড আক্রান্ত হয়েছিলেন। তহালে এবার কি তার ছেলেকরোনা আক্রান্ত হলেন?- এমন জল্পনা চলছে।

তবে পরিবার সূত্রে খবর নিশ্চিত না করা পর্যন্ত এ ব্যাপারে এখনই স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।