সিলেটের বিয়ানীবাজারে চাচাকে হত্যার ঘটনার ২০ বছর পর ভাতিজা আবুল কালামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ মার্চ) মৌলভীবাজারের বড়লেখা বিছরাবাদ সুরমা ব্রিক ফিল্ড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (৯ মার্চ) তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বিয়ানীবাজার থানা পুলিশ। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার আবুল কালাম বিয়ানীবাজারের আবঙ্গি গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে। ১৯৯৯ সালে তার আপন চাচা আজির উদ্দিন খুন হন। খুনের ঘটনায় আজির উদ্দিনের পরিবারের করা হত্যা মামলায় আবুল কালামকে আসামি করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ঢাকা পোস্টকে জানান, ১৯৯৯ সালে বিয়ানীবাজারের আবঙ্গি গ্রামে আজির উদ্দিন খুনের ঘটনায় তার আপন ভাতিজা আবুল কালামসহ কয়েকজনের নামে মামলা করা হয়। ২০০০ সালে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে আবুল কালাম পরিবারের সদস্যসহ আত্মগোপনে চলে যান।
তিনি আরো জানান, পরবর্তী সময়ে তিনি বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে দিনমজুরির কাজ করতেন। অবশেষে সোমবার বড়লেখার একটি ব্রিক ফিল্ড থেকে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।(ঢাকা পোস্ট)