কখনও হয়তো অভিনেত্রী হিসেবে আবার কখনও সাংসদ হিসেবে কটাক্ষের মুখে পড়েছেন নুসরাত জাহান। ব্যক্তি জীবনে তাকে অনেকবার পড়তে হয়েছে ব্যঙ্গের মুখেও। তবে ব্যক্তিগত জীবনে এতোকিছু ঘটে যাওয়ার মধ্য কখনও দমে যাননি তিনি। কখনও ব্যক্তি জীবন নিয়ে কোন ধরণের মুখ খুলেননি তিনি। সাংসদ কিংবা অভিনেত্রী কোন বিষয়ে যদি তাকে কোন ধরণের উপদেশ দেয়া থাকে সেটা তিনি গ্রহণ করবেন সানন্দে। সম্প্রতি বিভিন্ন ধরণের সমালোচনার জবাব দেন তিনি এভাবে।
তারকাদের নিয়ে বিভিন্ন ধরণের কটাক্ষ ও লাগাতার আক্রমনের প্রতিবাদে একটি টেলিভিশনের টকশোতে তিনি এ মন্তব্য করেন। এছাড়াও টকশোর পরেও তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর বার্তা দেন। নিজের কয়েকটি ছবি শেয়ার করে তাতে ক্যাপশন লিখেন,‘একা হাতে সে সবকিছু সামলেছে’। একা হাতে কোন পরিস্থিতির কথা প্রকাশ করতে চেয়েছেন নুসরত, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা।
এদিকে নুসরাত ও নিখিলে সংসার ভেঙেছে কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন । তবে সমালোচকদের সকল প্রশ্নের উত্তর দেয়ার প্রয়োজন মনে করেননি এই অভিনেত্রী। সম্প্রতি আবীর চট্টোপাধ্যয় এর সাথে একটি সিনেমার শ্যুটিং শেষ করেন নুসরত জাহান। এছাড়াও এই সিনেমায় বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি।
দেশ-ইনসাইডার/একে