নিজের ইনস্টাগ্রামে নতুন ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী দেবলীনা কুমার। আর সেই ভিডিও দেখে তার ভক্তরা খুশি হয়ে যায়।
তিনি তার ভিডিও প্রকাশ করে সেখানে ক্যাপশন লিখেন, ” ছুটির দিনে যা ইচ্ছে, তাই করতে হয়”। এই অভিনেত্রী ক্যামেরার সামনে হাজির হন নীল ও সাদা রঙের পশ্চিমা পোশাকে। অনেকে তার ভিডিও দেখে তাকে বিভিন্ন রকম ইতিবাচক ও ভালোবাসাময় শুভেচ্ছা জানায়। নতুন ওই ভিডিওতে প্রকৃতির মাঝে প্রাণখোলা খুশি মুখ ধরা পড়ে দেবলীনার।
সম্প্রতি তিনি সাতপাকে বাঁধা পড়েন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সাথে। করোনার কারণে ঘরোয়া আয়োজনে বিয়ে হলেও জাঁকজমকে কোন ধরণের ঘাতটি ছিলো না। বিয়ে থেকে বৌভাত কিংবা বিয়ের পর বাবা-মায়ের দেওয়া পার্টি, সব জায়গাতেই নজর কাড়েন দেবলীনা কুমার। বিয়ের পর দেওরের বিয়েতেও সবার নজর কাড়েন দেবলীনা কুমার।
দেশ-ইনসাইডার/একে