বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ছোটবেলার বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করলেন। ২৪ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়লেন তারা।

ভারতীয় গণমাধ্যমের খবর, আলিবাগে রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন সালমান খান-সহ বলিউডের বহু তারকা।

বিয়েতে অফ হোয়াইট লেহঙার সঙ্গে রং মিলিয়ে গয়না, কালিরা, চূড়া পরে ক্যামেরার সামনে হাজির হন নাতাশা দালাল। বরুণের হাতে হাত রেখে নাতাশা যখন ক্যামেরার সামনে হাজির হন, তখন যেন খুশি ধরে রাখতে পারেননি বলিউড তারকার স্ত্রী।

এদিন পাপারাৎজির চাহিদা অনুযায়ী একের পর এক পোজ দেন বরুণ-নাতাশা। এমনকী, পাপারাৎজির জন্য লাড্ডু, মিষ্টি-সহ বিভিন্ন খাবারও বরুণ,নাতাশা পাঠিয়ে দেন।

এদিকে বিয়ের মাত্র কয়েক ঘণ্টার আগেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন হবু বর। বন্ধুবান্ধবরা বিয়ের আগের রাতে একটি ব্যাচেলার পার্টির আয়োজন করেছিল। যেখানে বিয়ের অনুষ্ঠান হলো, সেই আলিবাগের দ্যা ম্যানসন হাউসে থেকে কয়েক মিনিটের দূরত্ব চলছিল ব্যাচেলর পার্টি। গাড়ি নিয়েই যাওয়া আসা করছিল বরুণ ধাওয়ান ও তার বন্ধুরা। রাতে সেই পথেই দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা।

 

দেশ-ইনসাইডার/এ.আর