করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী মারুফ হোসেন মিনা মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মারুফ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূরুল করিম । তিনি বিশ্ববিদ্যালয়ের আ.ফ.ম কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। দুই ভাইয়ের মধ্যে বড় ছেলে তিনি। তার আরও চার বোন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের গ্রুপ থেকে জানা যায়, বিসিএস পরীক্ষা সংক্রান্ত কাজে সে ঢাকায় এসেছিলো। সর্দি জ্বর শুরু হলে ফার্মেসি থেকে সাধারণ এন্টিবায়োটিক খাওয়া শুরু করে। অবস্থা খারাপ হলে প্রথমে সাভারের এনাম হাসপাতাল ও পরে সোহরাওয়ার্দী হাসপাতালে যায়।

‘শনিবার রাতে পেটব্যথাজনিত কারণে মারুফকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার করোনা পরীক্ষা করা হয় এবং করোনা পজিটিভ আসে। ওই দিন রাতেই সে মারা যায়। যদিও আগে তার শরীরে করোনার কোনও প্রভাব দেখা যায়নি।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা বলেন,আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি ও তার শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ যেনো তাদের শোক সইবার ক্ষমতা দান করেন।

দেশ-ইনসাইডার/এ.আর