আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা তিনমাস পর জনসমক্ষে আসলেন। তাকে গত অক্টোবরের পর এই প্রথম জনসমক্ষে দেখা গেল। বুধবার সকালে চীনের তথা সারাবিশ্বের অন্যতম ই-কর্মাস সংস্থার পক্ষথেকে তিনি জনসম্মক্ষে যোগাযোগ করেন। আর এর কারণে তার কোম্পানির ৬শতাংশ শেয়ার-হোল্ডারও বেড়ে গেল।
মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা মিথ-কাহিনি ‘১০০১ রজনী’র গল্প থেকে তার কোম্পানির নাম করা হয় ‘আলিবাবা’। চীনা একটি বহুজাতিক কোম্পানি এটা। যাদের রয়েছে ই-কমার্স, রিটেল ইন্টারনেট ও প্রযুক্তি ক্ষেত্রে কাজ। ‘আলিবাবা’ কোম্পানিটি প্রতিষ্ঠাতা করা হয় ১৯৯৯ সালে।
গত বুধবার জ্যাক মা একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রামীণ ১০০ জন শিক্ষকের সাথে কথা বলেন। তিনি গ্রামীণ শিক্ষকদের একটি বার্ষিক অনুষ্ঠান উদযাপনের যোগ দিয়েছেন বলে শোন যাচেছ।
দেশ-ইনসাইডার/এ.আর