গত কয়েকদিন যাবত বেশ শোরগোল শুরু হয়েছে টলিউড পাড়ায় নুসরাত জাহানের সম্পর্কের টানাপোড়া নিয়ে। গুঞ্জন শোনা যাচ্ছে নিখিলে সাথে তার বিবাহ বিচ্ছেদ হতে চলতেছে। তাদের মাঝে কাবাব মে হাড্ডি হয়ে দাড়িয়েছেন অভিনেতা যশ। অনেকে মনে করেন যশ এর সাথে নতুন সম্পর্কে জড়িয়েছে। এদিকে নুসরাত ও নিখিলের ইনস্টাগ্রামের নজর রাখছেন তাদের ফলোয়াররা। টলিউড পাড়ায় জোর জল্পনা শুরু হচ্ছে কে কখন কি ধরণের স্টাটাস শেয়ার করছেন তা।

তবে এতো জল্পনার মধ্যেও নুসরাত শেয়ার করলেন এক অন্যরকম স্টাটাস। স্টাটাসে দেখা যায়, আলো হাতে নিয়ে তিনি বলেন, যেন অন্ধকারকে সরিয়ে রেখে চাঁদের আলোয় আলোকিত হতে চাই। অন্ধকার আছে বলেই চাঁদের আলো ছুয়ে দেখা যায়। বিনা মেকআপে নুসরাত কেন এই ধরণের স্টাটাস করলেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও অভিনেত্রী এই বিষয়ে কোন ধরণের মন্তব্য করেনি।

এদিকে শুধু নুসরাত-নিখিল সম্পর্ক নয়, তার পাশাপাশি রোশন ও শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে টলিউড পাড়ায় রয়েছে অনেক গুঞ্জন। এখনও রোশন-শ্রাবন্তী জুটি তাদের সম্পর্ক নিয়ে কোন খোলসা করেননি।