ভারতীয় তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর চোখে জল নিয়ে ভক্তরা পালন করলো তার জন্মদিন। প্রয়াত এই অভিনেতার ৩৫তম জন্মদিনে পুরনো হ্যাশট্যাগ দিয়ে আবার শুরু করেছে ‘জাস্টিস ফর সুশান্ত’। পাশাপাশি সকলের দাবি তার মৃত্যু রহস্য সবার সামনে নিয়ে আসার জন্য। ভক্তদের পাশাপাশি তার জন্মদিন পালন করলো অঙ্কিতা লোখন্ডে। তিনি সুশান্ত এর একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার করেন। ভিডিওতে দেখা যায় সুশান্ত তার পোষ্য ‍কুকুরের সাথে খেলা করছেন। সুশান্তের সাবেক বান্ধবী ভিডিওতে তুলে ধরেন তাকে কীভাবে মিস করছেন।

 

সুশান্তের সাথে অঙ্কিতার সম্পর্ক ছিলো প্রায় ৭ বছর। তাদের মধ্য সম্পর্ক বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা শুরু হয় । তবে সুশান্ত কিংবা অঙ্কিতা কেউ এ বিষয়ে কোন মন্তব্য করেননি। গত বছর জুনে সুশান্তের মৃত্যুর পরদিনই তার বাড়িতে হাজির হন অঙ্কিতা লোখন্ডে। তাকে সেই বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেড়োতে দেখা যায়। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।

তবে সুশান্তের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে নিয়ে মুখ খোলায় অঙ্কিতাকে পড়তে হয়ে সমালোচনার মুখে। এনিয়ে রিয়া চক্রবর্তী তাকে বিধবার মতো আচরণ করেন কেন তা বলে মন্তব্য করেন। তবে অঙ্কিতা কোন পাল্টা মন্তব্য করেননি। এছাড়াও তিনি একটা স্টেটমেন্ট প্রকাশ করে বলেন নিজে ফ্ল্যাট ক্রয় করেন নিজের টাকায় থাকেন।সুশান্তের টাকায় তিনি ফ্ল্যাট ক্রয় করেননি বরং ইমএমআই এর মাধ্যেমে ফ্ল্যাট কিনে সে টাকা নিজে রোজগার করেই পরিশোধ করেছেন।

এদিকে ভাইয়ের জন্মদিনে দিদি শ্বেতা জানান, তিনি ভাইয়ের অপূর্ণ ইচ্ছে পুরণ করবেন ।

প্রসঙ্গত, মুম্বাইয়ের ব্যান্দ্রার ফ্ল্যাট থেকে ২০২০ সালের ১৪জুন সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ। তার মৃত্যুর পর থেকেই জোর রহস্য শুরু হয়। তার মৃত্যু কীভাবে হল, তা নিয়ে এখনও পর্যন্ত প্রয়াত অভিনেতার ভক্তদের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে।

 

দেশ-ইনসাইডার/এ.আর