পৃথিবীতে খুব কম মানুষই আছে যে সানি লিওনকে চিনে না। তবে তাকে নতুন করে পরিচয় করণজিৎ কৌর। তার পথ এতোটা সহজ ছিলোনা। তিনি বয়ে বেড়াচ্ছেন তার ছোট বেলার কিছু অসুখকর স্মৃতি। সম্প্রতি সানি সেই বিষয়েই খোলসা করেছেন।

পাঞ্জাবের শিখ দম্পতি বাবা-মা বসবাস করতেন কানাডায়। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। তবে তার কৈশোর কেটেছে মার্কিন যুক্তারাষ্ট্রে। আর সেখানে তিনি অনেকবার হেনস্তার শিকার হয়েছে, সে কথা সানি নিজেই জানিয়েছেন।

তিনি বলেন, শিশুবেলায় তাঁর চেহারা ছিলো সাধারণ ভারতীয়দের মতোই। তার গায়ের বাদামী , চুল কালো হলেও হাত-পা তেমন সুন্দর নয়। এমনকি তার পরিধান করার মতো কোন কাপরও ছিলো না, আর যে কারণে তাকে বহুবার হেনস্থার শিকার হতে হয়।

তিনি আরও বলেন ”সরকারি স্কুলে মেয়েকে হেনস্থা করা হতে পারে, এই ভয়ে আমার বাবা-মা ক্যাথলিক স্কুলে ভর্তি করেছিলেন।” তবে তিনি যে শহরে থাকতেন সে শহরে সাদা চামড়ার মানুষ বেশি। তাই অনেকক্ষেত্রেই বাদামি বর্ণের মানুষদের হেনস্থা করা হতো।

 

সানি লিওনের জানান, এই হেনস্থার বিষয়টা একটা বৃত্তাকার চক্ররের মত। যাঁরা নিজেরা হেনস্থার শিকার হন, তাঁরাই আবার অপরকে হেনস্থা করেন, যেটা ঠিক নয়। তবে এরকম হেনস্থার শিকার যারা হয় তাদের উচিত হেনস্থা না করে এই চক্রকার বৃত্তটি বন্ধ করে দেয়া।


বর্তমানে সানি অবশ্য মার্কিন নাগরিক ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করে সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। নোয়া, আশের, নিশা নামে তাঁদের তিন সন্তানও রয়েছে। প্রসঙ্গত, খুব শীঘ্রই বিক্রম ভাট-এর ‘অনামিকা’ বলে একটি ছবিতে দেখা যাবে সানিকে।