প্রধানমন্ত্রী কর্তৃক বাণিজ্য মেলা সংক্রান্ত কোন অনুমোদন না পাওয়ায় আগামী ১৭ মার্চ শুরু হচ্ছে না ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা । এবছর মেলা হবে কিনা সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

১৯ জানুয়ারি(মঙ্গলবার) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দায়িত্বে থাকা একাধিক দায়িত্বশীল সূত্র।

জানা গেছে, কোভিড-১৯ এর কারণে বছরের শুরুর পরিবর্তে সময় পিছিয়ে  ১৭মার্চ আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের প্রস্তুতির জন্য কর্তৃপক্ষ কাজ এগোতে থাকেন। সেই রুটিন অনুযায়ী কাজ প্রায় গুছিয়ে নিয়েছেন কর্তৃপক্ষ।

এছাড়াও ১৮জানুয়ারি(সোমবার)  রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার প্যাভিলিয়ন/রেস্টুরেন্ট/স্টলের স্পেস বরাদ্দের জন্য জাতীয় দৈনিকে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তিও দেয়।

তবে মঙ্গলবার ইপিবি’র দায়িত্বশীল একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার অনুমোদন না দেয়ায় এবার মেলা হচ্ছে না।

এদিকে, আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২১ বিষয় জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন সংবাদমাধ্যমকে জানান , ‘আপাতত না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে আগামীকাল বিষয়টি সঠিকভাবে বলা যাবে।’

প্রসঙ্গত, ২৫ বছরে ধরে রাজধানীর আগারগাঁওয়ে অস্থায়ী জায়গায় ১জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।

দেশ-ইনসাইডার/এ.আর