ছবি-সংগৃহীত

কার না ভালো লাগে সারাদিন বিশ্রাম নিতে, আর তার মাঝে যদি কেউ আবার একটু ম্যাসাজ করে দেয় শরীরে তাহলে তো কোন কথাই নেই। তবে ভাবুন যদি সেই ম্যাসাজ মানুষের হাতের বদলে , হাতি আপনাকে মাসাজ করে দেয়, বিষয়টা কেমন হবে তাহলে?  বিষয়টা ভালো লাগলেও ভয়ানকও বটে । সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর  এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিয়েছে মিশ্র  প্রতিক্রিয়া।

১৬ জানুয়ারি (শনিবার) টুইটার ব্যবহারকারী আমির নামে এক ব্যক্তির আইডি থেকে এমন ভিডিও শেয়ার হয়েছে। আর  এরপরই নেটবিশ্বে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। কেউ লাইক দিয়েছেন আবার কেউ রিট্যুইট করে মন্তব্য করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা শুয়ে আছে, তার পাশে দাড়িয়ে একটি হাতি তার শুঁড় দিয়ে মাসাজ করছেন তাকে। হাতিটা শুঁড়ের ব্যবহারের পাশাপাশি তার পায়ের থাবা দিয়েও মাসাজ করিয়ে দিচ্ছে। আর এই ভিডিও দেখে অনেকের মজা লেগেছে , আবার কেউ-বা ভয়ে আঁতকে উঠেছেন।

হয়তো ভিডিও দেখে আপনার মনে হবে যে মহিলাটি পাগল না-কি যে জীবনের ঝুঁকি নিলেন কেন? তবে ভিডিওতে বোঝা যায় সে উপভোগ করছেন মাসাজ। তবে সবার কাছে বিষয়টি আতঙ্কের তখনই  মনে হছেয়ে যখন, হাতিটি তার শুঁড় বাদ পা দিয়ে মালিশ করতেছিলেন । এরপরই ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ভিডিওটি কোথাকার এখনও সেই সম্পর্কে এখনও জানা যায়নি।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।