২০ জানুয়ারি (আগামী বুধবার) ভারত থেকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসবে।
১৮ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক(ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ।
তিনি বলেন, অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার এর পাওয়া টিকা থেকে ২০লাখ ডোজ ভারত সরকার বাংলাদেশ’কে উপহার হিসেবে দেবে। দেশে ওই টিকা পৌঁছানোর কথা আগামী বুধবার।
তবে এর আগে গতকাল দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ”আমরা আশা করছি আগামী ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভ্যাক্সিনের প্রথম লট চলে আসবে। ভারত সরকার আমাদেরকে কিছু ভ্যাকসিন উপহার হিসেবে দেবে। সেটাও আমরা আশা করছি যেকোনো সময় চলে আসবে। ভারত কী পরিমাণ ভ্যাকসিন দিচ্ছে সেটার সংখ্যা এখনই বলতে পারবো না। তবে সেটা বেশ ভালো পরিমাণ। অল্প সময়ের মধ্যে চলে আসবে। প্রথম লট পাওয়ার আগেও উপহারের ভ্যাকসিন চলে আসতে পারে।”
দেশ-ইনসাইডার/এ.আর