জেলার বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়েছে ৪জনকে। জেলার পূর্বধলা উপাজেলাধীন কুতুবপুর মাইজপাড়ায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম গোহালাকান্দা ইউনিয়নের কুতুবপুরস্থ সিদ্দিক মিয়ার চায়ের দোকানের সামনে ঝটিকা অভিযান চালায়। তখন ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতার করা হয়েছে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শুভখাই গ্রামের ফয়েজ উদ্দিন খাঁর ছেলে হারুন অর রশিদ (২৬) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ময়লাকান্দা পূর্বপাড়া গ্রামের ওবায়দুল ইসলাম রাজীব (২৭)।
এ ছাড়া ডিবি পুলিশ মদন উপজেলার দেওসহিলা দক্ষিণকান্দা বাজার মাদ্রাসার সামনে নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আরও দুজনকে আটক করে।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।