
ছবি- সংগৃহীত
চীনে হিমবাহ’কে বাঁচাতে গায়ে জড়িয়ে দেওয়া হল কম্বল। সারাবিশ্ব জুড়ে হিমবাহ গলছে । যে কারণে শেষ হয়ে যাচেছ পরিস্কার পানির ভান্ডার, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল ভয়ঙ্কর হচ্ছে। যদি সমুদ্রস্তর বেড়ে যায় তাহলে প্লাবিত হয়ে যাবে উপকলীয় সব যায়গা। আর একই কারণে চীনের বিজ্ঞানীরা নেমে পড়েছেন হিমবাহ কে রক্ষা করতে। চীনের একদল পরিবেশ বিজ্ঞানী হিমবাহকে পরিবেশ-বান্ধব ‘জিওফেব্রিক’ কম্বল দিয়ে মুড়িয়ে দিয়েছেন।
সাধারণত মানুষ শীতের কাছ থেকে বাচঁতে কম্বল ব্যবহার করেন। তবে যাদের শীতই প্রয়োজন , তাদের কে কীভাবে রক্ষা করবে কম্বল? জানা গেছে বিশেষ ধরণের কম্বল ঠান্ডা জিনিসকে , ঠান্ডা রাখতেই সাহায্য করে। এই ধরনের কম্বল সূর্যালোককে সরাসরি হিমবাহে পৌঁছতেও দেয় না ।
দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে ডাগু অঞ্চলের হিমবাহ নিয়েই এই উদ্বেগ দেখা গিয়েছে। Northwest Institute of Eco-Environment and Resources-এর গবেষকেরা এই প্রজেক্টের সঙ্গে জড়িত।
ওয়াঙ ফেইটেঙ্গও তাঁর দল গত অগস্ট থেকে এই প্রজেক্টে যুক্ত হয়েছেন। তাঁরা জানা, ‘তাঁরা হিমবাহ অঞ্চল কম্বল দিয়ে ঢেকে দেওয়ার পর থেকে সুফল পেয়েছেন।’