সম্প্রতি অভিনেতা যশের সাথে প্রেমের কারনে সংসার ভাঙছে নিখিল-নুসরাত। এমনই গুঞ্জনের শিরোনামের খবরে সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। এর মাঝেই আবারও আলোচনায় উঠে এলেন এই সাংসদ। শর্ট ড্রেস পড়া ছবি পোস্ট করায় তার সমালোচনা করেন নেটিজেনরা।

ছোট পোশাক পরিধান করে সোফায় বসে ছবি তুলেন তিনি।তাঁর ডান হাতে মোবাইল, আর বাঁ হাতে সাদা স্টাইলিশ চশমা। এভাবেই বেশকিছু অ্যাঙ্গেলে ছবি পোস্ট করেছেন নুসরাত। ক্যাপশানে লিখেছেন, ‘‘চিন্তার জন্য খাদ্য: এই জিনিসগুলি নিয়ে কাজ করা থেকে মানুষজন আমায় বিরত রাখতে পারেন না…আমার খুশি”। ব্যাশ, ওমনি সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। নোংরা ভাষায় আক্রমণ করা হয়েছে নুসরত কে। কেউ কেউ আবার এখানেও যশ-নিখিল টেনে আনতেও ছাড়েননি।

তবে সকলেই যে শুধু বসিরহাটের সাংসদ, অভিনেত্রীকে আক্রমণ করেই পোস্ট করেছেন এমনও নয়, অনেকেই আবার নুসরতের সাহসী ফটোশুটের প্রশংসা করেছেন।

এদিকে শুক্রবারই বসিরহাটে গিয়ে সেখানকার সাংসদ তথা অভিনেত্রী নুসরতকে আক্রমণ করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। উত্তর ২৪ পরগনা যোগেশগঞ্জের এক মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন তিনি। অগ্নিমিত্রা পালের নেতৃত্বেই এদিন অপরাধীদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুফা অফিস ঘেরাও করা হয়। নুসরতকে আক্রমণ করে তিনি বলেন, নুসরতের টিকটকে নাচ দেখাতে ভালো লাগে, ওখানেই উনি নেচে যান।

দেশ-ইনসাইডার/এ.আর