​স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন মহলে নুসরাত-নিখিলের সম্পর্কের টানাপোড়া নিয়া জোরদার শোরগার শুরু হয়েছে কয়েকদিন যাবত। আর এর মাঝেই নতুন করে স্টাটাস শেয়ার করলেন অভিনেত্রী নুসরাত। এসওএস কলকাতার শ্যুটিংয়ের সময় থেকে যশ দাসগুপ্তের সঙ্গে নুসরত সম্পর্কে জড়ান বলে শোনা যায়। এমনকী, যশের সঙ্গে নুসরত রাজস্থানে বেড়াতে গিয়েছেন বলেও শোনা যায়।

এদিকে অভিনেতা যশ দাবি করেন,তিনি ঘুরতে রাজস্থানে গিয়েছিলেন। তবে নুসরাতের জীবনে কী করছেন ন তা তিনি জানেন না। আবার এই বিষয়ে তাকে জিঙ্গেস না করাই ভালো। তবে এই ঘটনার পরই যশ’কে দেখা যায় নুসরাতের জন্মদিনের পার্টিতে। নুসরতের জন্মদিনের পার্টিতে যশকে দেখা গেলেও, সেখানে নিখিলকে চোখে পড়েনি। এরপরই নিখিল জৈন এবং নুসরত জাহান একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলোও করে দেন।

এছাড়াও অভিনেত্রী নুসরাতও স্পষ্টভাবে জানিয়ে দেয় , তাকে যেন কেউ তার ব্যক্তিগত জীবন নিয়ে কোন ধরণের জিঙ্গাসা না করা হয়। তিনি কী কাজ করছেন, কেমন কাজ করছেন, সে বিষয়ে যেন সব সময় জিজ্ঞাসা করা হয় বলে স্পষ্ট জানান নুসরত জাহান।

দেশ-ইনসাইডার/এ.আর