মানুষকে ছেড়ে করোনা আগেই হানা দিয়েছিল প্রাণীরাজ্যে। কিন্তু গরিলার করোনা আক্রান্ত হওয়ার খবর এই প্রথম।

দুই গরিলা করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যায় ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর জু সাফারি পার্কে। মনে করা হচ্ছে, আমেরিকায় তো বটেই, এমনকি বিশ্বেও প্রাইমেটদের (স্তন্যপায়ী পরিবারেরই একটি অংশ) মধ্যে এই প্রথম কোনও প্রাণীর করোনা-আক্রান্ত হওয়ার খবর মিলল।

পার্কের দায়িত্ব থাকা নির্বাহী পরিচালক লিজা পিটারসন জানিয়েছেন, আক্রান্ত প্রাণীদের ভিটামিন, ফ্লুইড এবং খাবার দেওয়া হচ্ছে। তবে নির্দিষ্ট কোনও চিকিৎসা এখনও শুরু করা যায়নি। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত গরিলাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রসঙ্গত, আমেরিকায় কোভিড সংক্রমণের কারণে ২০২০-র ডিসেম্বর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল ক্যালিফোর্নিয়ার এই চিড়িয়াখানাটি।