পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য এবং সংসদের সাবেক চীপ-হুইফ আ.স.ম ফিরোজ বাউফল উপজেলার সাংবাদিকদের ‘শালা’ বলে গালি দিয়ে সমালোচিত হয়েছে।

এর পূর্বেও তিনি প্রকাশ্যে সমাবেশে ‘ক্রেস্ট নয় ক্যাস চাই,’ জয় বাংলা জয় বঙ্গবন্ধুর পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলে ঝড় তুলেছিলেন।

নিজের ভাইয়ের অপকর্ম যখন সাংবাদিকরা কয়েকটি অনলাইনে পত্রিকায় প্রকাশ করেন, সেই জন্য তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের এক সভায় সাংবাদিকদের গালি দেন। প্রসঙ্গত তার ভাই ফরিদ মোল্লা সরকারি রাস্তার মার্কেটের সামনে দিকে পাকা দেয়াল করেন । যাতে মার্কেটে যাতায়াত বন্ধ হয়ে যায় ।

তিনি আরও বলেন, ‘’আমার জমির ওপর দিয়ে রাস্তা দিয়েছি। সেই রাস্তায় দেয়াল নির্মাণ করেছি। এ নিয়ে কয়েকজন সাংবাদিক লেখালেখি করেছেন। সাংবাদিক শালাদের বিশ্বাস করবেন না। শালারা আমার বিরুদ্ধে লেগেছে। আমার বিরুদ্ধে লিখলে কিছুই হবে না। আসম ফিরোজ এমপি ওই সভায় উপস্থিত তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে আরও বলেন, ‘ওই সব সাংবাদিকদের সঙ্গে আপনারা কোন সম্পর্ক রাখবেন না।’’

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি মোসারফ হোসেন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, সাধারণ সম্পাদক এনায়েত খান সানাসহ সহযোগি সংগঠনের কয়েকশ নেতাকর্মী।

সূত্র: বরিশালটাইমস