গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে স্বামী-স্থীসহ ৪জন মারা গেছে। এছাড়াও কমপক্ষে দগ্ধ ‍ও আহত হয়েছে আরও ১৫ জন। আহতদের চিকিৎসার জন্য উপজেলার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে।

১১ জানুয়ারি(সোমবার) ভোর বেলায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এই বিস্ফোরণে লাগা আগুনে প্রায় ৫০টি টিনশেড ঘর পুড়ে গেছে।

নিহত ব্যক্তিদের মধ্য হলে গার্মেন্টস কর্মী দম্পতি মিলন মিয়া (৪৭) ও তার স্ত্রী মুন্নি (৩০)। অন্য দুজন হলেন-প্রতিবেশী ফরহাদ হোসেন (৪০) ও আউয়াল (৩২)। মিলন ও মুন্নির বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সন্ধ্যাইলপুর গ্রামে। ফরহাদের বাড়ি গোবিন্দগঞ্জ থানার জরিপপুরে। আর আউয়ালের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জগন্নাথপুরে। ফরহাদ ও আউয়াল মিলন-মুন্নির দম্পতির পাশের কক্ষে ভাড়া থাকতেন।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কবিরুল আলম জানান, কালামপুর এলাকার মোহাম্মদ আলীর একজন ভাড়াটে ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়েন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।