ক্যাম্পাস প্রতিনিধি, জাবি:
“৫০-তম বিশ্ববিদ্যালয় দিবস ২০২১”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ জানুয়ারী (মঙ্গলবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ তম বিশ্ববিদ্যালয় দিবস পালন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় দিবসটি ভার্চুয়াল ভাবে উদযাপন করা হবে।সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে এই তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, শীত মৌসুমে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা আশঙ্কা করছে।কল্যাণমুখী রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরাও সরকার এবং সিন্ডিকেটের নির্দেশনা অনুসরণ করছি।
আরও জানান, আমাদের কাছে শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী অর্থাৎ জাহাঙ্গীরনগর পরিবারের সদস্যগণের প্রাণ সবচে’ মূল্যবান।এই কারণে জাঁকজমকের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও সেই ভাবে করা সম্ভব হচ্ছে না।
১২ জানুয়ারি সকাল ৯ঃ৩০ মিনিটে বিজনেস স্টাডিজ অনুষদ চত্ত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ” ৫০তম বিশ্ববিদ্যালয় দিবস ২০২১” অনলাইনের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
সকাল ১০ টায় বৃক্ষরোপণ, সকাল ১০ঃ৩০ মিনিটে প্রাক্তন উপাচার্য ও প্রাক্তন শিক্ষকদের নিয়ে স্মৃতিচারণমূলক ভার্চুয়াল আলোচনা সভা,সন্ধ্যা ০৬:৩০ মিনিটে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৩ জানুয়ারী বুধবার সকাল ১০:৩০ মিনিটে বর্তমান শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ভার্চ্যুয়াল স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দেশ-ইনসাইডার/এ.আর.এ