
আজ পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য নিজেই মৃত্যুর কাছে হার মানলো।
চাষাড়া সমবায় মার্কেটের পাশে নারায়ণগঞ্জ কিন্ডার গার্ডেন স্কুল এর সামনে
এসি মেরামত করার মূহুর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রী আহত হয় শতশত পথচারী দেখছেন আর চোখের পানি ঝরাচ্ছে
ভয়ে কেউ উদ্বার করার জন্য এগিয়ে যাচ্ছে না।
দীর্ঘ সময় পর হঠাৎ এক সাহসী যুবক চালের উপর উঠে ঐ বিদ্যুৎস্পৃষ্টে আহত ব্যাক্তিকে উদ্বার করে চালের থেকে নিচে নামিয়ে নিয়ে আসেন।
আল্লাহর রহমতে ঐ সাহসী যুবকের জন্য অল্পতে মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন।