২০২১ সাল শুরু হলো সুসংবাদের মাধ্যমে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম কোন ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র হিসেবে ফাইজার ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। আর এর মাধ্যমে তৃতীয় বিশ্বের দেশগুলো শীঘ্রই করোনার ভ্যাকসিন পেতে চলেছে। বিশ্বের প্রথম সারির দেশ গুলোর স্বাস্থ্য বিভাগ তাদের দেশে ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়ে থাকে। তবে দরিদ্র দেশ গুলোর বেশিরভাগই নির্ভর করেন হু-এর অনুমোদন এর উপর।

৩১ডিসেম্বর(বৃহস্পতিবার), হু-এর পক্ষ থেকে বলা হয়, এনবায়োটেক-ফাইজার ভ্যাকসিন কার্যকারিতা ও নিরাপত্তার ক্ষেত্রে সংস্থাটির মানদণ্ডে সাথে মিল রয়েছে। তাই বিশ্বের যেকোন দেশ টিকা ব্যবহারে পদক্ষেপ নিতে পারে। ইতিমধ্য বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্য আমেরিকা, যুক্তরাজ্যসহ ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশে টিকা কার্যক্রম শুরু হয়েছে।

কিন্তু ফাইজার ভ্যাকসিন সংরক্ষণ করতে হলে কোল্ড স্টোরেজে বিদ্যুৎ সংযোগ থাকতে হবে নিরবিচ্ছিন্ন ভাবে। বিশ্বের অনেক পিছিয়ে পড়া দেশগুলোর বিদ্যুৎ জোগান দেয়া অপ্রতুল। আর সেই সকল দেশকে আমদানি ও বন্টনের ব্যবস্থাসহ প্রয়োজনমাফিক সাহায্য প্রদানে বিষয়ট ভাবছেন সংস্থাটি। সূত্র: রয়টার্স‌