কুমিল্লায় চান্দিনা উপজেলায় পুলিশের অনুমতি ছাড়া মাহফিলে যোগদানের অভিযোগে মামুনুল হক ও সহযোগী ৫ জনের বিরুদ্ধে চান্দিনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
গত ১৫ ডিসেম্বর চান্দিনা থানার জোয়াগ পশ্চিম পড়া এলাকায় দু’দিন ব্যাপী ইসলামি মহা সমাবেশের আয়োজন করা হয়। মাহফিলের দ্বিতীয় দিনে মামুনুল হকের উপস্থিত গোপন রাখেন আয়োজকরা। উক্ত কারণে মামুনুল হক সহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়।
এ বিষয়ে চান্দিনা থানার ওসি বলেন, করোনা মহামারির কারণে গণ-জমায়েত নিষিদ্ধ করে সরকার। তার মধ্যে প্রশাসনের কাছে তথ্য গোপন করে মাহফিলের আয়োজন করেছেন অভিযুক্তরা। তিনি আরও বলেন, ওই মাহফিলের পোস্টার ও ব্যানারে মামুনুল হকের নাম ছিল না। তবুও মামুনুল বক্তব্য দিয়েছেন।
এ কারণে মাহফিলের আয়োজক মোশাররফ হোসেন মাহমুদকে এক নম্বর ও হেফাজত নেতা মামুনুল হককে দুই নম্বর আসামি করে মামলা করা হয়েছে।