করোনাভাইরাসের যেই টিকাই হোক তা গর্ভবতী নারীদের প্রয়োগ করা হবে না। অক্সফোর্ড বা মার্ডানাসহ করোনাভাইরাসের অন্য টিকাগুলোর ক্লিনিকাল ট্রায়ালে গর্ভবতীদের অন্তর্ভুক্ত না করায় বিশেষজ্ঞরা এমন মত দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।
যুক্তরাজ্য সরকারের জারিকৃত একটি নির্দেশিকা স্পষ্ট করে জানানো হয়েছে, গর্ভবতী মহিলাদের সন্তান প্রসবের আগ পর্যন্ত তাদের টিকা গ্রহণ করা উচিত হবে না।
প্রসঙ্গত, সুরক্ষা ও কার্যকারিতা নিশ্চিত হওয়ায় গত গত ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। ৮ ডিসেম্বর থেকে দেশটিতে ফাইজারের করোনা টিকার প্রয়োগ শুরু হয়েছে। তবে ফাইজার-বায়োএনটেকের পক্ষে থেকে গর্ভবতীদের টিকা প্রয়োগের ক্ষেত্রে ঝুঁকি না থাকার বিষয়টি প্রমাণ করতে পারে নি।