পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই বাড়িতে সিধ কেটে চুরি করে দুর্বৃত্তরা । গতকাল সোমবার রাত সাড়ে ১২ টায় উপজেলার সদর ইউনিয়নের সামুদাফৎ গ্রামের ওয়াদুদ মৃধার বাড়ি ও রাত ৩টায় হানিফ মোল্লার বাড়িতে সিধ কেটে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া বাড়ির লোকজনের দাবী, ওয়াদুদ মৃধার বাড়ি থেকে স্বর্নের আংটি ৫টি, চেইন,কানের দুল ও একজোড়া নুপুর । অপরদিকে হানিফ মোল্লার বাড়ি থেকে নুপুর ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

হানিফ মোল্লার বাড়িতে চুরি করা অবস্থায় বাড়ির লোকজন টের পেয়ে জেগে উঠায় হানিফ মোল্লা ও তার ছেলেকে বেধড়কভাবে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা ‌। পুলিশের দাবী এটি একটি চুরির ঘটনা ‌। এদিকে, মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ঘটনায় সম্পৃক্ত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, পটুয়াখালীর সদর থানাধীন বরুনবাড়িয়া এলাকার আ: রব বিশ্বাসের ছেলে রুবেল হোসেন বিশ্বাস, একই এলাকার মৃত আপতের হাওলাদারের ছেলে আতাহার হাওলাদার ও হরতিকবাড়িয়া গ্রামের রুস্তুম গাজীর ছেলে রাসেল গাজী। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটানাটি চুরির একটু ঘটনা, আমরা ইতোমধ্যে তিনজনকে আটক করেছি। মালামাল উদ্ধার অভিযান করা হচ্ছে। ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।