টাঙ্গাইলে ঘন কুয়াশার কারণে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন এবং ২জন আহত হয়েছেন।

৮ ডিসেম্বর(মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায়।

নিহতরা হলেন- ট্রাক চালক রাজশাহীর গোদাগাড়ি এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. বুলবুল মিয়া, শ্রমিক বাবুল মিয়া (৩২), সোবাহান (৩৪), নজরুল ইসলাম (৩৫), রিয়াদ মিয়া (৩০)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, মহাসড়কের ঘারিন্দায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হন।

পরে হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান। আহত দুই জনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।