পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় অভিযান চালিয়ে ৬৯৭ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে র‌্যাব
সোমবার সকালে উপজেলার র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে মধ্য বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের কালভাটের উপর হতে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব‌ সদস্যরা । জানা যায় তিনি, উপজেলার রনগোপালদী এলাকার মোঃ হালিম মিয়ার ছেলে মোঃ হামিরুল ইসলাম। আটকের সময় তার কাছ থেকে ৬৯৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয় । র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী স্বীকার করে তিনি পেশায় সে একজন ইজিবাইক চালক। তবে ইয়াবা ব্যবসা তার প্রকৃত ব্যবসা।
ইয়াবা ব্যবসার স্বার্থে তিনি কক্সবাজারের সদর থানা এলাকায় বসবাস করেন এবং সেখান থেকে তিনি ইয়াবা বহন করে নিয়ে আসে । দীর্ঘদিন যাবত তিনি এই এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে । এ ব্যাপারে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলামের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার দশমিনা থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার দশমিনা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।