সম্প্রতি গুলি করে হত্যা করা হয় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে। ইরান দোষারোপ করে আসছে এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েল জড়িত বলে।

৬ডিসেম্বর (রবিবার)ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসির) মুখপাত্র রামেজান শারিফ জানান, একটি অবৈধ রাষ্ট্র যার সভ্যতার কোনও ভিত্তি নেই ইসরায়েলের। বিগত ৭০ বছরে ইসরায়েল সরকার মধ্যপ্রাচ্যের মুসলিম দেগুলোর ২,৮০০ বিজ্ঞানী, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে।

মুখপাত্র আরও জানান, ইসরায়েল নিজের পতন ডেকে আনছে এইসব হত্যা কান্ডের কারণে । তা তাদের পতনকে কেউ ঠেকাতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি করে দেন। তেহরানের অদূরে গত ২৭ নভেম্বর এক সন্ত্রাসী হামলায় নিহত হন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদ।

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরআব্বাস শহরে বিজ্ঞানী ফাখরিজাদের স্মরণে এক অনুষ্ঠানে রামেজান শারিফ আরও বলেন, বিগতবছর গুলোতেত ইহুদিবাদীরা ইরানের প্রতিশোধমূলক হামলা দেখতে পেয়েছে। পরমাণু বিজ্ঞানী হত্যাও বিনা জবাবে ছেড়ে দিবে না ইরান তা তারা ভালো করে জানেন।

রামেজান শারিফ বলেন, ইসলামি বিপ্লবের শুরু থেকে ইরানের সঙ্গে শত্রুতা করে এসেছে মার্কিনিরা। আমেরিকার পাশাপাশি ইসরায়েলিদের স্বার্থ বিপন্ন হয়ে পড়ে এই বিপ্লবে শুরু হওয়ার পর। এ কারণে তারা যেকোনও উপায়ে হোক ইরানের ক্ষতি করতে পিছনে লেগেছে । সূত্র: আই২৪নিউজ.টিভি, টাইমস অব ইসরায়েল