বিয়ের দাওয়া খেতে গিয়েছিলেন। কিন্তু বিয়ে বাড়িতে বিরিয়ানি খাওয়ার সময় আরিফ নামে এক যুবক বিরিয়ানিতে কোন মাংসের টুকরা পায়নি। এতে করে মিরাজ নামে অন্য এক যুবকের সাথে কথা কাটাকাটি হয়।
বিয়ে অনুষ্ঠানে পরিস্থিতি শান্ত হয়ে গেলেও ঘটনা সেখানেই শেষ হয়ে যায়নি। প্রায় ছয় মাসের মাথায় আরিফ তার ভাড়াটে সন্ত্রাসী দ্বারা গুলি করে মিরাজকে হত্যা করার চেষ্টা করেন। মিরাজকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মাদিয়ানো এলাকায়।
স্থানীয় সংবাদমাধ্যমরে প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাস আগে বিয়ের অনুষ্ঠানে মাংস না পেয়ে আরিফ মিরাজের বাবার মুখ প্লেট ছুড়ে মারেন। মিরাজ তার বাবাকে করা অপমানের প্রতিবাদে এগিয়ে আসে। তবে ঘটনাস্থলে বিষয়টি মীমাংসা কর দেন।
তবে আরিফ মিরাজকে হত্যার পরিকল্পনা হিসেবে সন্ত্রাসী ভাড়া করেন। স্কুলভ্যান চালক মিরাজকে লক্ষ্য করে অজয় নামে এক সন্ত্রাসী গুলি চালায়। এতে মিরাজের বুকে গুলি লাগে এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক। রাজ্য পুলিশ এতে করে দু‘জনকে আটক করেছে।