পটুয়াখালী প্রতিনিধি 

জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালী জেলা যুবলীগ।

দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে সোমবার(৩০ নভেম্বর) বিকেলে শহরের আব্দুল করিম মৃধা কলেজ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে

শ্লোগান দেন নেতা কর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোঃ জামাল হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে জঙ্গিবাদ ও মৌলবাদের কোনো ঠাঁই নেই। দেশকে অস্থিতিশীল করতে যারা এসবের মদদ দিচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের প্রতিহত করা হবে। তাই জঙ্গিবাদ, মৌলবাদ রুখতে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে সোচ্চার থাকার আহবান জানান যুবলীগ নেতা।